নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আল্লাহ পাক ও হুজুরদের নিয়ে ফেইসবুকে কটুক্তি মন্তব্য করার অপরাধে নবীগঞ্জে অর্পণ সুত্রধর (২৪) নামের এক হিন্দু যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
৩০ মার্চ রাতে তাকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। পরে পুলিশ তাকে থানায় নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সাজাপ্রাপ্ত অর্পণ সুত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সুত্রধরের ছেলে।
স্থানীয়রা জানান, অর্পণ সুত্রধর সে সোস্যাল মিডিয়া সামাজিক মাধ্যম ফেসবুকে আল্লাহ পাক ও হুজুরদের নিয়ে বাজে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এতে এলাকার হাজারো লোকজন এর প্রতিবাদে পবিত্র শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন এর আদালতে অভিযুক্ত অর্পণ সুত্রধর সে তার অপরাধ স্বীকার করায় তাকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ্। নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ’সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন।