রুবেল,মাধবপুর : হবিঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ (রেজীঃ নং ৮২) পক্ষ হতে মুক্তিযুদ্ধের ৫০ বছর মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উৎযাপন করা হয়।
শনিবার ২৭ শে মার্চ সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত অনুষ্টানটি চলে।
সাংবাদিক ও দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক রুয়েল আহাম্মেদ রুবেলের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. অলিদ মিয়া, সহ সভপতি মোঃ জসিম মিয়া, প্রাক্তন মেম্বার নূর মিয়া, বিশিষ্ট মুরুব্বী দুধন মিয়া, সম্বাব্য মেম্বার পদপ্রার্থী ইউসুফ আরাফাত স্বপন, আলফাজ মিয়া সহ গ্রামের আরো অনেকে।
নানা ধরণের খেলাধুলার পর উক্ত সমিতির সভাপতি মোঃ ফারুক খান নয়ন এর বক্তিতার ও পুরষ্কার বিতরণী মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।