চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিলন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সিদ্দিক আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে চুনারুঘাট থানার এএসআই খবীরের নেতৃত্বে একদল পুলিশ আলীনগর রেমা চা বাগান পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিদ্দিক আলী গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মিলন হত্যা মামলায় সিদ্দিক আলীর যাবজ্জীবন সাজা হয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।