স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাটে অগ্নিকান্ডে দুটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।
রবিবার (২১ মার্চ) ভোররাতে পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড (ক্রসরোড) এলাকায় এ অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ফানির্চার ও কাঠ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ জানান, ভোররাতে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড (ক্রসরোড) এলাকায় মোঃ আলতা মিয়ার “নিউ মডার্ণ ফার্নিচার মাট ও মোঃ সাধু মিয়া মহালদারের “মেসার্স রহমান ফার্নিচার মাট এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে তিনি জানান।