নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল চালক নিহত ও অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বাউসা ইউনয়নের চানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর বাউসা ইউনিয়নের ইমামবাঔ শান্তিপুর গ্রামের জাহির মিয়ার পুত্র জুয়েল মিয়া (১৬)। আহতরা হলেন,উল্লেখিত গ্রামের আব্দুল মান্নানের পুত্র নানু মিয়া (৩০) ও তাজ উদ্দিনের পুত্র আলতাব মিয়া (৩১)।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত কিশাের জুয়েলসহ ৩ জন মোটরসাইকেল যোগে শান্তিপুর থেকে চৌধুরীবাজারে আসার পথিমধ্যে মোটর সাইকেলকে পিছন দিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনা দেখতে পেয়ে তিন জনকে উদ্বার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এস. আই. শামসুল ইসলাম জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টর টি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।