আনোয়ার হোসেন মিঠু , নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী কেদন বিবি (৫২) খুন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার(২০ মার্চ) দুপুরে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী সাজিদ উল্লা (৬৫)কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লা দীর্ঘ ২৬ বছর মধ্যপ্রাচ্যের দেশ দুবাই থেকে প্রবাস জীবন শেষে প্রায় ১ বছর আগে দেশে ফিরে আসেন। তার একমাত্র ছেলে রনি মিয়া দুবাইয়ে থাকে। গতকাল শনিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ঘাতক স্বামী সাজিদ উল্লা স্ত্রী কেদন বিবির মাথায় সজোড়ে ধান ভাঙ্গার ছিয়া(দিস্তা) দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের ছুরতহাল তৈরী করে লাশ এবং ঘাতক স্বামী সাজিদ উল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ ধৃত সাজিদ উল্লাকে ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরণ করেছে।রবিবার (২১ মার্চ) লাশের ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।
স্থানীয় লোকজন জানান, সাজিদ উল্লা দীর্ঘ দিন ধরে দুবাই ছিলেন। তিনি সেখানে মানুষিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।
এক পর্যায়ে তার একমাত্র ছেলে রনি মিয়াকে দুবাই নিয়ে সাজিদ উল্লা দেশে চলে আসেন। বাড়িতে থেকে তাকে মানুষিক রোগের চিকিৎসা করানো হয়। ওই সমস্যার কারনেই হত্যাকান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে গ্রামবাসীর অভিমত। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।