চুনারুঘাট প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ ও আহম্মদাবাদ আওয়ামীলীগ।
(১৭মার্চ) বুধবার বিকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা ও ইউনিয়ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসানাত চৌধুরী সনজু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ,আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সমাজ সেবক জাকির হোসেন পলাশ,আজমান যুবলীগ সেক্রেটারী হারুনুর রশীদ তালুকদার রঙ্গু, সৌদি যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন,আহম্মদাবাদ বিট পুলিশ অফিসার এসআই দেওয়ান সম্রাট,চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আঃ রাজ্জাক রাজু।
ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ আহমেদ, ইউনিয়ন পরিষদের মেম্বার হাজি আঃ রউপ,বশির আহমদ দুলাল ভূঁইয়া,সোহেল কামাল আজাদ চৌধুরী, ফরিদ মিয়া,শফিকুর রহমান সাপু, চন্দ্র তাঁতি,শাফিয়া খাতুন, গোলবাহার,আহম্মদাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহীন আলম,ছাত্রলীগের আহবায়ক সফিকুল ইসলাম সুফিয়ান প্রমুখ।