চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদে ও অগ্রণী উচ্ছ বিদ্যালয়ে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় ইউ/পি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহারে সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলীর পরিচালনায় এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক মাষ্টার।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিনতি মোদক, আঃ মালেক তালুকদার। অন্যন্যার মাঝে উপস্থিত ছিলেন ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের সদস্য রজব আলী, লক্ষী চরণ বাকতি, নৃপেন পাল, রঞ্জু পালসহ পরিষদের সদস্যবৃন্দ।
অন্যদিকে দুপুর ১২টায় উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের সাথে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।