মাধবপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ২৬ মার্চের আলোচনা অনুষ্ঠানে কটূক্তি করায়, কটূক্তিকারী মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানকে গ্রেফতারের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা আঞ্জু মাষ্টার, খালেক মিয়া, তোফায়েল আহম্মেদ চৌধুরী অপু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন টিপু, সম্পাদক শাহ কামাল, মহিলালীগ যুগ্ম আহ্বায়ক স্বপ্না বেগম, পৌর মহিলা লীগের আহ্বায়ক রুবি শিকদার, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।