প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের সাথে জহুর চাঁন বিবি মহিলা কলেজের নবাগত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, কলেজের প্রভাষক তহুরা বেগম, প্রভাষক মো. মহিউদ্দিন প্রভাষক মো.শাহীন মিয়া, প্রভাষক মো.রফিকুল ইসলাম, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক লুৎফুর রহমান, প্রভাষক মুজিবুর রহমান, প্রভাষক সামছুল হক শাহেদ, সহকারী লাইব্রেরিয়ান ইমরানুল হক শাকিল, হিসাব রক্ষক মো. রুবেল মিয়া, অফিস সহকারী মো. রেহান শাহ,হোস্টেল সুপার নিলুফা চৌধুরী। কলেজের শিক্ষকবৃন্দ ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান।
এ সময় কলেজের এক যুগ পূর্তির অনুষ্ঠান,কলেজের নতুন ভবনে কার্যক্রম শুরুর প্রসঙ্গে সংসদ সদস্যকে অবগত করা হয়। কলেজের উন্নয়নে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।