চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নৌকামার্কা প্রত্যয়শী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মহালদারের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
( ১২ মার্চ) শুক্রবার বিকেলে সুন্দরপুর গ্রামের বিবাহিত বনাম অবিবাহিদের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলে অবিবাহিতরা জয়লাভ করে।
খেলা শেষে পুরুস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন মহালদার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজিপুর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আহম্মদাবাদ ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি আবু নাসের,বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু,ক্রাইম রির্পোটার সাংবাদিক আব্দুল জাহির মিয়া, আবু কালাম,তাহির মিয়া, সুহেল মহালদার প্রমুখ।