মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট : হবিগঞ্জ চুনারুঘাট নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেলের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বৃহস্পতিবার(১১মার্চ) বিকাল ৪টায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার।
১০নং মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – পৌর মেয়র সাইফুল আলম রুবেল, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, হুমায়ুন কবির খাঁন, আলহাজ্ব রজব আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আলতা, আব্দুল মালেক মাষ্টার, প্রফেসর আব্দুর রউফ, আব্দুর আওয়াল মাষ্টারসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সাধারণ আসনের কাউন্সিলরগণ ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহণ করেছেন।