নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাদক মামলায় আবুল কালামকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গোসাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের অলুয়া গ্রামের কাজীবাড়ীর মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে আবুল কালাম (৩৫) দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুল মান্নান ও এএসআই সুপিয়ার রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোসাই বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।