মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেলকে ফুলেল শুভেচ্ছায় বুধবার সকালে বরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। তারা এ সময় নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি চুনারুঘাট পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ৬হাজার ৭৮২ভোট পেয়ে নির্বাচিত হন।