মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরের হরিণখোলা গ্রামের ইয়াছিন হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী অনুফা বেগম (২৫) এবং শ্বাশুড়ী আমেনা বেগম (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সুলতানপুর গ্রাম থেকে পলাতক থাকাবস্থায় তাদেরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার হরিণখোলা গ্রামের সাজিদ মিয়ার স্ত্রী অনুফা বেগমের সঙ্গে একই গ্রামের ইয়াছিন মিয়া নামে এক যুবকের অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে অনুফার স্বামী সাজিদ, শ্বাশুরী আমেনা দেবর ও আত্মীয় স্বজনরা মিলে ৩ মার্চ রাতে ইয়াছিনকে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় ইয়াছিনের পিতা বাদশা মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় তাদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই আসামীরা পলাতক ছিল।