মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহাজাহান।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আমার বাড়ি আমার খামারের সমন্বয়ক পারভীন সুলতানা,তথ্য সেবা কর্মকর্তা মেরিন নাসরিন,সুকোমল রায়,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান,ইশরাত জাহান ডলি,মিজানুর রহমান,আলমগীর কবীর প্রমুখ।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।