নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) পাড়া গ্রামে বাবুল আচার্য্যের পুত্র পলাশ আচার্য্য (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পলাশ আচার্য্য নিজ ঘরের দরজা বন্ধ করে তীরের সাথে গলায় রশি পেছিয়ে আত্মহত্যা করে।
এ সময় পরিবারের লোকজন দরজা ভেঁঙ্গে ঘরে প্রবেশ করে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসার পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।
পলাশ আচার্য্যর পারিবারিক সূত্র জানায়, বিগত কয়েক মাস ধরে সে মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় ইউপি সদস্য মোঃ আজির হাসান আরজু আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।