সৈয়দ সালিক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল এবং সদর উপজেলায় ইটের মাপে কম থাকায় ৩টি ইটভাটাকে ভোক্তা অধিকার সংরক্ষণ মামলা ও জরিমানা করেছে।
আজ মংগলবার (২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ জরিমানা করা হয়।
এসময় ইটের মাপে কম থাকায় বাহুবল উপজেলার নিউ সুজাত ব্রিকস কে ৪০ হাজার টাকা ও নিউ মেট্রো ব্রিকস কে ৫০ হাজার টাকার জরিমানা করেন।
এছাড়া সদর উপজেলার এন আর বি ব্রিকস কে ৫০ হাজার টাকা। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয় ।
অভিযানে সহযোগিতা করেন রা্যব ৯ এর একটি বিশেষ টিম এবং শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান।
এবিষয়ে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন,জনসার্থে আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।