সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ :হবিগঞ্জের বাহুবল উপজেলা বৃন্দাবন চা বাগানে আগুনে পুড়ে প্রায় ২ শতাধিক রাবার গাছ এবং বেশ কিছু চা গাছ পুড়ে গেছে।
সোমবার (১মার্চ) রাত আনুমানিক ৭ টার দিকে বাগানের ২০ নং লাইনের রাবার বাগানের নীচে পড়ে থাকা পাতার মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ শতাধিক রাবার গাছ এবং বেশ কিছু চা গাছ পুড়ে গেছে। তাৎক্কনিকভাবে আগুনের সূত্রপাত সমপর্কে কোন কিছু জানা যায়নি।
খবর পেয়ে চা বাগানের কর্মকর্তা এবং শ্রমিকরা দ্রুত ঘঠনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে বৃন্দাবন চা বাগানের সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল সিংহের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্ধারাতে রাবার বাগানে আগুনের খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে প্রায় ২ শতাধিক রাবার গাছসহ বেশ কিছু চা গাছ পুড়ে গেছে। কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত সমপর্কে এখনো কোন কিছু বলতে পারবনা।