নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া গেল কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ঘরের চাপায় নিহত রমজাল আলীর পরিবারকে ত্রান,দুর্যোগ ও পূণর্বাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের বৃদ্ধ মাতা ফয়জুন নেছার হাতে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ এবং পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর সন্তোষ দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সুমন ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।