প্রেস বিজ্ঞপ্তি : শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরীর উদ্দোগে এক মতবিনিময় সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরীর সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হামিদুল হক বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইব্রেরীর প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আব্দুল মতিন চৌধুরী, সমুজ আলী আহমদ, মইনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, এ. টি আতাউল হক, নজরুল ইসলাম হিরাসহ নানা পেশার কবি সাহিত্যক লেখক ও পাঠকগণ।
অনুষ্টানের প্রারম্ভেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মো. নুরুল হক জামান।
উক্ত অনুষ্ঠানে লেখক ও সাংবাদিকগণ কবিতা পাঠ করে অনুষ্ঠানের মাধুর্য ফুটিয়ে তুলেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মো. মিনহাজুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরীর জন্য সরকারী জায়গার ব্যবস্থা করে দেয়া হবে। এই ভাষার মাসে লাইব্রেরীর সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, শায়েস্তাগঞ্জের ৫ টি প্রেসক্লাবকে এক ছায়ার তলে নিয়ে আসার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।