নিজস্ব প্রতিবেদক, বাহুবল : বাহুবলে দুই ইটভাটা কে ৫০ হাজার টাকা জরিমানা ও তিন মাদক সেবীকে জেল দেওয়া হয়।
জানাযায় বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টর চলাচল করে ইটভাটার জন্য মাটি উত্তোলন এবং পরিবহনের দায়ে সাগর ও সততা ব্রীকফিল্ডকে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডাদেশগুলি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা তালুকদার।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ৭ টায় পূর্ব লামাতাউসীতে গ্রামে গাজা সেবন ও বিক্রয়রত অবস্থায় তিন ব্যাক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হল বাহুবল উপজেলার পুর্ব লামাতাউসী গ্রামের মৃত মহরম আলীর পুত্র আব্দুর নুর (৬০), একই গ্রামের আনফর আলীর ছেলে আলমাস উল্লা (৪৮),একই গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কাদির (২৫)।
আটককৃতদের বয়স ও অপরাধের মাত্রা বিবেচনায় বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়। আব্দুর নূরকে ১ মাসের ও বাকি দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডগুলি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব স্নিগ্ধা তালুকদার।