নিজস্ব প্রতিবেদক :কক্সবাজার জেলা রামু থানা পুলিশ বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি)কে এম আজমিরুজ্জামানের তত্বাবধানে থানার একটি চৌকস টিম উপজেলার বাইপাস মোড়ে অভিযান পরিচালা করে।
এসময় অভিযানিক দল টেকনাফ উপজেলার ছোট হাবিব পাড়া এলাকার মৃত গোলাম কাদেরের ছেলে জাকির আহমদ কে আটক করে তার হেফাজত থেকে ১২হাজার ৫শ ৪৭ পিস ইয়াবা উদ্বার করে।
এব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওসি আজমিরুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।