চুনারুঘাটে ডায়রিয়া সম্পর্কে ছাত্র -ছাত্রীদের সচেতনতা মূলক পরামর্শ দিলেন ইউ.পি চেয়ারম্যান
চুনারুঘাট প্রতিনিধি : যখন চুনারুঘাট উপজেলায় সব বয়সীদের মধ্যেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে,তখনি আপন তাগিদে নিজ ইউনিয়নের শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রতিটি ক্লাসে ক্লাসে ডায়রিয়া সম্পর্কে ছাত্র/ছাত্রীদের সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ দিলেন উপজেলার আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জনাব আবেদ হাসনাত সনজু চৌধুরী।
তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদকে সংগে নিয়ে শ্রেণিতে শ্রেণিতে গিয়ে ডায়রিয়ার কারণ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন।
তাঁর মতে,ডায়রিয়া শিশুদের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ একটি রোগ তাই এর ব্যাপারে সর্ব মহলের সচেতনতা দরকার ও সর্বপুরী স্যানিটেসন ব্যবস্থা দরকার ।
ডায়রিয়া থেকে বাঁচতে শিশুদের সাবান-ছাই ব্যবহার ,বাসী পঁচা খাবার ও বাজারের খোলা খাবার বর্জন করার পরামর্শ দেন তিনি।পরিশেষে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শ্রেণিতে নিয়মিত মাল্টিমিডিয়ার প্রদর্শনী অব্যাহত রাখার ও গুরুত্ব আরোপ করেন ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী।