নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ধনজয় দাশ (৭২) পরলোকগমন করেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তিনি তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
সোববার রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ সরকারের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্যদের নিয়ে গার্ড অব অনার প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
এ সময় উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম কুমার দাশসহ গ্রামের অসংখ্য মানুষ।
পরে রাস্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গ্রামবাসীর উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।