নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পুলিশ পরিদর্শক মোঃ ডালিম আহমেদকে।
বুধবার এক লিখিত আদেশে এ দায়িত্ব প্রদান করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ (বিপিএম) (পিপিএম)।
আজ বৃহস্পতিবার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহন করবেন।
হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়,
নবীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে পরিদর্শক মোঃ ডালিম আহমেদকে।
পুলিশ পরিদর্শক ডালিম আহমেদ ২০০৮ সালে পুলিশ প্রসাশন চাকুরিতে সিলেট মেট্রোপলিটনে প্রথম যোগদান করে চাকুরী করেন। পরবর্তীতে পুলিশে দীর্ঘ দিন সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।
পরিদর্শক হিসেবে তিনি প্রথম হবিগঞ্জ জেলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ও ওসি (অপারেশন) হিসেবে সফলতা ও সততার সহিত দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ডিআইজি সিলেট রেঞ্জ কার্যালয়ের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ ফেব্রুয়ারী জনসার্থে বদলী সুত্রে তিনি এবার ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করবেন।
তিনি সুনামগঞ্জ জেলার সদর বিশ্বম্বরপুর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।