প্রেস বিজ্ঞপ্তী: আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক প্রভাকর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও চেকপোস্ট পত্রিকার সম্পাদক প্রকাশক শেখ শাহাউর রহমান বেলালের পিতা মরহুম মাওলানা পীরে কামেল ডাঃ শাহ শেখ মুখলিছুর রহমান জেহাদী (রহঃ) ইন্তেকালের চল্লিশ দিন উপলক্ষে চেহলাম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে খতমে কোরআন ও তাছবিহ তাহলিল পড়ার মধ্যদিয়ে বাদ যোহর নামাজ পর কবর জিয়ারত ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজত করা হয়।
এসময় মোনাজাত করেন মরহুমের খলিফা মাওলানা আহাম্মদ উল্লাহ খান বিপ্লবী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা জয়নাল আবেদীন খান, কেশবপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মোছাব্বির, মাওলানা আজদু মিয়া, হাফেজ আব্দুল মান্নান, আবু লায়েছ, মাওলানা শামীম, হাফেজ আব্দুল জলিল, মরহুমের ছাত্র মাওলানা আবু বকর, মাওলানা ফেরদৌস আহমেদ, মরহুমের বড় ভাই সাংবাদিক আব্দুল মালেক চৌধুরী, সামছুল আলম, ইসমাঈল চৌধুরী, আব্দুল আওয়াল চৌধুরী, সাংবাদিক ফয়সাল আহমেদ পলাশ, এম মামুন খান কিবরিয়া, খাদেম আবেদুল হক খোকনসহ আরও অনেকেই।
আলোচনায় অথিতিরা বলেন, পীরে কামেল আল্লামা শাহ সুফী ডাঃ মাওলানা শেখ মুখলিছুর রহমান জেহাদী (রহমাতুল্লাহে আলাইহি) ছিলেন আলেম সমাজের অনুপ্রেরণার বাতিঘর। তিনি ছিলেন আলেম সমাজের মধ্যে অতুলনীয় ও প্রতিভাধর ব্যক্তিত্ব। দ্বীনের খেদমত ও তরিকতে তার বহুমুখী অবদান ও ত্যাগ অবিস্বরণীয়। ইসলামের সঠিক ও মূলধারাকে তিনি সুপ্রতিষ্ঠিত করতে আজীবন প্রয়াস চালিয়েছেন। ইতিহাসে তিনি অম্লান ও বিরল ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। তিনি এমন একজন মানুষ , যাঁর জ্ঞানের পরিধি সুবিস্তুত ও সুবিশাল। তাই তিনি ধর্মীয় মহলে ‘বাহরুল উলুম’ (জ্ঞানের সাগর) হিসেবে পরিচিতি হয়ে থাকবেন।
শিক্ষক সমাজে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন একজন আদর্শ শিক্ষক। ছাত্র সমাজের কাছে একজন প্রাণপ্রিয় মান্যবর উস্তাদ। আর সাধারণ জনগণের কাছে সম্মানিত, মান্যগণ্য ব্যক্তিত্ব। তিনি তার জীবদ্দশায় অনেক স্বপ্ন দেখেছেন এবং অনেক স্বপ্নই বাস্তবায়ন করে গেছেন। কিন্তু যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেননি, সেই স্বপ্নগুলো আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। সবশেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১ জানুয়ারী রাত ১১টা ৩০ মিনিটে নফল নামাজ শেষে জিকিররত অবস্থায় এই মহান ব্যক্তি আল্লাহর ডাকে সারা দিয়ে পরলোকগমন করেন।