শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রহ্মণডুরা ইউনিয়নের কেশবপুর গ্রামের যুব সংঘের উদ্যোগে ১৩ তম সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জয়নাল আবেদীন খানের সভাপতিত্বে গতকাল রবিবার বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত কেশবপুর বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি হিসেবে ছিলেন কেশবপুর গ্রামের মোঃ কদর হোসেন, মোঃ আহাদ মিয়া, ইসমাঈল চৌধুরী ও মোঃ সামছুল আলম।
সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করেন প্রধান আকর্ষণ হযরত মাওঃ গাজী হাবিবুর রহমান রেজভী সাহেব, কিশোরগঞ্জ। মাওলানা ফারুক মিয়ার পরিচালনায় এতে আরও ওয়াজিনে ছিলেন, মুফতি মোশাহিদ উল্লাহ খান কেশবপুরী, শাহিনুর রহমান ভানু শাহ কাহুড়া, হাফেজ আব্দুল মোছাব্বির ইমাম কেশবপুর জামে মসজিদ, হাফেজ আল আমীন উজ্জলপুর ও মাওলানা আহাম্মদ উল্লাহ খান বিপ্লবী কেশবপুর।
দিনব্যাপী সম্মেলন শেষে দেশ এবং জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সুন্নী মহা সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ওয়ার্ড মেম্বার কামাল হাজারীসহ অনেকে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং আয়োজক কমিটির সভাপতি কাউছার মিয়া ও সাধারন সম্পাদক রুবেল মিয়া এবং জসিম মিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় সুন্নী মহা সম্মেলন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।