নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা কারাগারে স্ট্রোক করেছে মহিবুর রহমান নামে এক হাজতি।কারা কতৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনঃরায় জেল হাজতে পাঠিয়েছে।
মুহিবুর বিষয়টি ফোনে তার স্বজনদের জানালে তারা জেলার জয়নাল আবেদীন ভুইঁয়া কে ফোন করে তার উন্নত চিকিৎসার দাবি জানান। মুহিবুর চুনারুঘাটের বনগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে।
সে তার নানার লাইসেন্স করা বন্দুক নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৈয়দপুর শাখায় গানম্যান হিসাবে চাকুরি করত।
বন্দুকটির লাইসেন্স নবায়ন(রেনু) করে তার নানাসহ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দিয়ে যাচ্ছিল।এসময় বৃদ্ধ নানার প্রকৃতির ডাকে সাড়া দিলে তিনি বাথ রুমে চলে যান।
এ সুযোগে শায়েস্তাগঞ্জ পুলিশ তাকে আটক করে এবং কোন প্রকার সুযোগ না দিয়ে থানায় নিয়ে যায়।সে মালিক আসতেছে বললেও পুলিশ কর্নপাত করেনি। বাবা মরা ছেলেটি দুশ্চিন্তায় কারাগারে গত সোমবারে স্টোক করে।

পরে কারা কতৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করে পুনঃরায় কারাগারে নিয়ে যায়। অসহায় মুহিবুরের চিকিৎসার স্বার্থে তার স্বজনরা বিজ্ঞ আদালত ও সরকারের কাছে ন্যায় বিচার দাবী করেন।