আবুল হাসান ফায়েজ : হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার(৩ ফেব্রুয়ারী)সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমউই) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. মুজিবর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনারামপুর গ্রামে।২০ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমউইতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে মাধবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাণীসম্পদেও অফিসের স্টাফ হাবিবুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।