চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কুখ্যাত চোর রুস্তম আলী (রুছমইত্যা) (৩০) পুলিশের হাতে ধরা পড়েছে।
সোমবার দুপুরে থানার দারোগা হরিদাশ সহ একদল পুলিশ তাকে দেওরগাছ এলাকা থেকে আটক করে।
এদিকে রুস্তম ধরা পড়ার খবরে এলাকার জনমনে স্বস্থি ফিরে এসেছে। আটক রুস্তম উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের আকবর আলীর পুত্র।
পুলিশ জানায়, রুস্তম ছোট বেলা থেকেই পকেটমার, মোবাইল চুরির মাধ্যমে চুরি পেশায় নেমে আসে। বর্তমানে সে ভয়ঙ্কর কুখ্যাত চোর হিসেবে এলাকায় পরিচিত। ইদানিং সে সিঁদেল চুরি মোটর সাইকেল চুরি সহ বিভিন্ন অপরাদের সাথে জড়িত।