স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম দলীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মঙ্গলবার দুপুরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এর আগে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী আতাউর রহমান সেলিমকে সাথে নিয়ে শহরে শোডাউন করেন। পরে শায়েস্তানগর এলাকায় সংক্ষিপ্ত বক্তৃতায় আতাউর রহমান সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা ডাঃ অসিত রঞ্জন রায়, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমীন উসমান, আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী এবং আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।