প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের চুনারুঘাটের সাংবাদিক শংকর শীলের পিসাতো ভাই মিঠুন চন্দ্র শীলের বিবাহ সম্পন্ন হয়েছে।
সোমবার (১লা ফেব্রুয়ারি) রাত ১০.৪২ মিঃ সময়ে মধুরও লগ্নে মিরাশী ইউপির একডালা গ্রামের সুবোধ চন্দ্র শীলের কন্যা শংকরী রাণী চন্দ’র সাথে চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামের বাসিন্দা স্বর্গীয় রবীন্দ্র চন্দ্র শীলের ২য় পুত্র মিঠুন চন্দ্র শীলের বিবাহ সম্পন্ন হয়েছে।
মিঠুন চন্দ্র শীল সাংবাদিক শংকর শীলের পিসাতো ভাই।
মিঠুন ও শংকরী’র দাম্পত্য জীবনের নতুন পথ চলায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।