নিজস্ব প্রতিবেদক, বাহুবল : বাহুবল উপজেলার মিরপুরের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মহাসম্মলনের সপ্তম দিনের চতুর্থ অধিবেশনে সুরা ইউসুফ থেকে বক্তব্য রাখছেন মাওলানা ড, শহিদুল্লাহ ইব্রাহিম পীর সাহেব উজানী। পঞ্চম অধিবেশনে শিরক ও বিদআত সম্পর্কে সুরা নিসার ৫৮ নং আয়াত থেকে বয়ান পেশ করবেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।
শেষ অধিবেশনে বয়ান শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা। ইতিমধ্যে আখেরী মোনাজাতে অংশ নিতে প্যান্ডেলের ভিতর মুসল্লীদের অংশ গ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।