রুখসানা খানম : প্রাকৃতিক সৌন্দর্যের রানী খ্যাত বানিয়াচংয়ের লক্ষীবাওড় জলাবন বা সোয়াম্প ফরেস্ট। দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাবন।
এটিসিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খড়তি বা খয়রাতি নদীর দক্ষিণে বিশাল হাওয়রের মধ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এটি খয়রাতি বন, খড়তির জঙ্গল নামেও পরিচিত। মিঠাপানির এ বৃহত্তম জলাবনটি দৈর্ঘ্য ও প্রস্থে সমান প্রায় ৩ কি.মি.।
যাতায়াতঃ
হবিগঞ্জ জেলা শহর থেকে ১২ মাইল দূরে বানিয়াচং উপজেলা সদরের নৌকাঘাট থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব। বাস, সিএনজি কিংবা প্রাইভেট কারে নৌকা ঘাট পর্যন্ত। তারপর নৌকা যোগে।
ঘাটে বিভিন্ন রকমের নৌকা সাশ্রয়ী ভাড়ায় পাওয়া যায়।
বনটি প্রথম দর্শনে মন ছুয়ে যায়। নানান ধরনের জীব- জন্তু দেখা যায়। পাখি, মাছ, ঝোপ-জঙ্গলের অপরূপ প্রকৃতির এক অমোঘ প্রাণোঞ্চলতা জাগে। কবিতার তালে “পেট ভরে মাছে, মন ভরে দৃশ্যে, কান ভরে পাখির ডাকে আর ভয় লাগে মেছোবাঘ ও সাপ দেখে “।
এছাড়াও দেখতে পাবেন, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, সাপ, গুই সাপ, বেজি, জোক। আরও পাবেন হিজল ও করচের বাগান সহ নানান রকমের গুল্ম জাতীয় উদ্ভিদের সমাহার।
পর্যটন এলাকা হিসেবে যে কারোর মন উদ্বেলিত করবে। জলে ডুবে থাকার সময়, বর্ষা কালে ডিঙী নৌকা দিয়ে হাওয়রের চার দিক ঘুরে ঘুরে অপরুপ সৌন্দর্য দেখা যায়।