রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে তিনটি কবরস্থান ও একটি শ্বশ্মান এর রাস্তার উদ্বোধন করা হয় আজ।
শুক্রবার (২৯’জানুয়ারী) জুম্মা নামাজের পর সমগ্র গ্রামবাসি মিলিত ভাবে মিলাদের মাধ্যমে এ উদ্বোধন করেন।
দীর্ঘদিন যাবৎ মানুষ খুবই কষ্ট করে কবরস্থান ও শ্বশ্মানে মৃত ব্যক্তির লাশ নিয়ে যেত। বন্যার সময় পানিতে নেমে খুব কষ্টে নিতে হত। এমতবস্থায় বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. অলিদ মিয়ার অর্থায়নে ও গ্রাম বাসির সহযোগীতায় ঢাকা-সিলেট হাইওয়ে রোড থেকে প্রায় ৪০০ ফোট রাস্তা তৈরি করা হয়।
গতকাল এই রাস্তার কাজ শেষ হলে আজ আনুষ্টানিক ভাবে রাস্তার উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক এড. অলিদ মিয়া, ভারপ্রাপ্ত সেক্রেটারী জসিম উদ্দিন, দলিল লিখক আব্দুল আজিজ, ইউ/পি যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন মিয়া, মোঃ রফু মিয়া, কাজল মিয়া, হান্নান মিয়া সহ আরো শতশত গ্রামবাসি।