নিজস্ব প্রতিনিধি : অপহরণ মামলার পলাতক আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জের পইল ভেঙ্গুর হাটি এলাকায় অভিযান চালান। এসময় ওই গ্রামের আব্দুল্লাহ (৪০) ও তার স্ত্রী হাফিজা বেগম (২৫)। গতকাল রবিবার ভোর রাতে সদর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অপহরণ মামলায় পরোয়ানা রয়েছে। তারা আত্মগোপনে ছিল।