নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের আক্রমপুর নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় আহত হয়েছেন ২ জন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আক্রমপুর এলাকার বাসিন্দা নিশু মালাকারের স্ত্রী উজ্জলা মালাকার (৩৫) ও উজ্জলা মালাকারের মেয়ে প্রমি মালাকার (১৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে নবীগঞ্জগামী একটি পণ্যবাহী ট্রাক আক্রমপুর এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়ির নাম্বার (ঢাকা মেট্রো- ট- -১৮ -৫৬ ৮৭)।
নিশু মালাকার জানান, এ এম এল মাহবুব চৌধুরীর বাড়িতে দীর্ঘ দিন ধরে তিনি তার পরিবার নিয়ে বসবাস করে আসছেন। ঘরের প্রায় সব আসবাপত্র ভেঙ্গে গেছে। তিনি ক্ষতি পুরণ চান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবীগঞ্জ থানার এক দল পুলিশ এবং আহতদের উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ওসি মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়ির উপর ট্রাক উঠিয়ে দিয়েছে। চালক আর হেলপার পালিয়ে গেলেও আমরা ট্রাক জব্দ করেছি।