নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫০জন দুস্থ, অসহায়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হবিগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গণে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম’র পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন বানিয়াচং -আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন তরফদার, ওসি (তদন্ত) আবু হানিফ প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম সমাজের বিত্তবানদের দুস্থ অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।