রুবেল, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রাথী শ্রীধাম দাশ গুপ্ত বলেছেন কালো টাকার প্রভাব,দলীয় নেতাকর্মীদের নিষ্কয়তা ও দুই বিদ্রহীর কারনে নৌকার পরাজয় হয়েছে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে নৌকার পরাজয়ের বিভিন্ন কারন তুলে ধরেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন , দলের ৯৯% নেতাকর্মী পদ বাঁচানোর জন্য জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সামনে প্রচারনায় অংশ গ্রহন করেন। কিন্তু ভিতরে ভিতরে বিদ্রহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেয়।
এছাড়া কালো টাকার ছড়াছড়ি তার পরাজয়ের কারন হিসাবে উল্লেখ করেন। অনেক গুরুত্বপূর্ন পদধারি নেতাদের নিজস্ব কেন্দ্রে ২ সংখ্যার উপরে ভোট পড়েনি। আবার অনেকেই নৌকার পক্ষে কাজ না করে কাউন্সিলরদের জেতাতে কাজ করেন।