চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রাম থেকে রবিবার সকালে স্থানীয় লোকজন একটি মায়া হরিণ আটক করেছে।
পরে খবর পেয়ে বনবিভাগ ও সহ-ব্যবস্থাপনা কমিটি হরিণটি উদ্ধার করে নিয়ে আসে। বিকেলে সিএমসির সভাপতি ও পিপি এডভোকেট আকবর হোসেন জিতু ও সহকারি বন সংরক্ষক হরিণটি রেমা বনাঞ্চলে অবমুক্ত করেন।
স্থানীয় সুত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে উপজেলার আলীনগর গ্রামের লোকজন একটি হরিণ গ্রামের প্রবেশ করতে দেখে ধাওয়া করে আটক করে।
এখবর পেয়ে রেমা বনবিটের বিট কর্মকর্তা সিএমসি এবং ভিসিএফ’র লোকজনকে নিয়ে হরিণটি উদ্ধার করে রেমা বনবিটে নিয়ে আসেন। হরিণটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে বন বিভাগ ও সিএমসি হরিণটির চিকিৎসা দিয়ে বিকেলে রেমা কালেঙ্গা অভয়ারণ্যে অবমুক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রেমার বন্যপ্রাণী বিভাগের সহকারি বন সংরক্ষক, বিট কর্মকর্তা, ক্রেল প্রকল্পের অজুর্ন দাশসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও সিএমসি এব ভিসিএফ এর লোকজন।