নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেপোরোয়া ট্রাক্টরের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় ট্রাক্টর চালক ট্রাক্টর সহ পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক জনক অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সুত্রে জানাযায়, মঙ্গল বার (১২ জানুয়ারী) রাত সাড়ে ৭ টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের সমুজ আলীর পুত্র মোতালিব মিয়া (২২) আব্দুল কাদির মিয়ার পুত্র সালাউদ্দিন (২২) এবং আশিক মিয়ার পুত্র আফতাব মিয়া(২৮) সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শাল্লা গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শিবপাশার পশ্চিমভাগে ফেরার পথে আজমিরীগঞ্জ এবিসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এ সময় মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। এবং একই সাথে একটি ইজিবাইকও দুমড়ে মুচড়ে যায়।
মোটরসাইকেল আরোহী সালাউদ্দিন মিয়া জানান- ” শাল্লা থেকে ফেরার পথে আজমিরীগঞ্জ এবিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া ট্রাক্টরটি আমাদের চাপা দেয় এ সময় স্হানীয়দের বরাত দিয়ে বলেন এটি ফারুক মিয় ও হারুন মিয়ার ট্রাক্টর। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইজিবাইকটি উদ্ধার করে থানা নিয়ে আসলেও ট্রাক্টর এবং ট্রাক্টর চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। “