প্রেস বিজ্ঞপ্তিঃ হবিগঞ্জের চুনারুঘাট পূর্ব বড়াইল গ্রামের বাসিন্দা কবিরাজ বিধান আচার্য’র মাতা স্বর্গীয়া সুকুমারী আচার্য’র প্রথম বার্ষিক
শ্রাদ্ধকার্য অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত হয় শ্রাদ্ধকার্য, দুপুরে অন্নভোজ, রাতে নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। স্বর্গীয়া সুকুমারী আচার্য ওই গ্রামের স্বর্গীয় বিধু আচার্য’র স্ত্রী।
তিনি মৃত্যুকালে ৪ কন্যা, ৩পুত্র ও নাতি- নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
উল্লেখ, স্বর্গীয়া সুকুমারী আচার্য ৬ পৌষ ১৪২৬বাংলা, ২৩ ডিসেম্বর ২০১৯ইং তারিখ রোজ সোমবার সকাল ১০.৩০মিঃ সময়ে কৃষ্ণ পক্ষ দ্বাদশী থিতিতে পরলোকগত হন। মৃত্যুকালে ওনার বয়স ৯৫বছর হয়েছিল।