হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ঐতিহ্যবাহী বহুলা গ্রামে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে বহুলাকে মডেল গ্রাম করা হবে। গতকাল শনিবার বিকেলে বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ পোদ্দারবাড়ি আঞ্চলিক কমিটির অভিষেক এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আব্দুল গণির সভাপতিত্বে এবং তানভীর আহমেদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। বক্তব্য দেন অধ্যক্ষ রফিক আলী, মোঃ নুরুজ্জামান চৌধুরী, চৌধুরী মিজবাহুল বারী লিটন, নজরুল ইসলাম সিদ্দিকী, রইছ আলী, সামছুজ্জামান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, অ্যাডভোকেট সজল খান প্রমুখ। অনুষ্ঠানে নজরুল ইসলাম সিদ্দিকী, রইছ আলী, রফিক মিয়া ও মণি আওয়ামী লীগে যোগদান করেন।