হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুটিজুড়ি ইউনিয়নের স্নানঘাট মাছ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে, মাছ বাজারে রূপচাঁদা মাছ বলে বিষাক্ত পিরানহা মাছ করতে দেখা যায়।
স্থানীয় বাজারে এই সকল বিষাক্ত পিরানহা রূপচাঁদা মাছ বলে কেনাবেচা হচ্ছিল। এই বিষাক্ত মাছগুলি স্থানীয় আড়ৎদার হারুন মিয়া (৪০) বিক্রি করে আসছিল দীর্ঘ দিন যাবত।
আড়ৎদার হারুন মিয়ার দক্ষিণ স্নানঘাট গ্রামের আসাদুল্লাহ এর পুত্র।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার আটককৃত আসামি হারুন মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৫০০০/- জরিমানা করা হয় এবং এই মাছের ক্ষতিকর দিক সম্পর্কে বাজারের সকল মাছ ব্যবসায়ীকে অবগত করা হয়।
এ সময় আনুমানিক ৩ মণের মত পিরানহা মাছ জব্দ করা হয়। এই অভিযানটি বেলা ৪ টায় পরিচালিত হয়।
উক্ত অভিযানে সহায়তা করে উপজেলা মৎস্য অফিস।
পরে জব্দকৃত মাছগুলিকে উপজেলা পরিষদে গর্ত খুড়ে আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দেয়া হয়।