রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে ইংরেজী নতুন বছর উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১জানুয়ারী) দুপুর ২টা থেকে দক্ষিণ বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যেগে বেজুড়া হাইওয়ে রাস্তার পাশে বেজুড়ার বিশিষ্ট মুরুব্বী হাজ্বী জিতু মিয়া সর্দারের সভাপতিত্বে খেলাটি অনুষ্টিত হয়।
খেলায় অংশ গ্রহনকারী দুটি দল হল বেজুড়া সিক্সার্স ও বেজুড়া টান্ডার্স। খেলায় টসে হেরে বেট হাতে বেজুড়া সিক্সার্সের ১০৯ রানের করা ইনিংসে ৩ উইকেটে ১ ওভার হাতে রেখেই বেজুড়া টান্ডার্সে বিজয়ী হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি বেজুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এড. সাংবাদিক অলিদ মিয়া, সমাজ সেবক বেনু মিয়া, মহিলা মেম্বার মালেকা আজিজ, দলিল লিখক আব্দুল আজিজ, ইউ/পি যুবলীগ সভাপতি শাহাবুদ্দিন মিয়া, মালেক আনছারী, মিন্টন মালাকার, আব্দুর রউফ, জামাল মিয়া, রুবেল আনছারী, আক্তার হোসাইন প্রমূখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে দেওয়া হয়।