চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের নৌকার কান্ডারী প্রবাসী যুবলীগ নেতা হারুনুর রশীদ রঙ্গু’র পিতা মরহুম হাজী মফিজ উল্লার মৃত্যুবার্ষিকী আজ ২৭ ডিসেম্বর রবিবার।
এ উপলক্ষে তিনি হবিগঞ্জ জেলার ওলামা মাশায়েখদের একত্রে দাওয়াত করে বুখারী শরীফ খতম করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাতের হবিগঞ্জ জেলা সভাপতি হযরত মাও.শাহ জালাল আহমদ আখনজি,হাজি আলীম উল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাও.আফছার আহমদ কাউসারী,ভাইস প্রিন্সিপাল শেখ মোশাহিদ আলী,হবিগঞ্জ টাউনহল মসজিদের ইমাম মাও.নাসির উদ্দিন আখনজি,মাও.বেলায়েত উল্লাহ মাস্টারসহ উল্লেখযোগ্য সুন্নিজামাতের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
হারুনুর রশীদ রঙ্গু ডুবাইয়ের আজমান কেন্দ্রীয় যুবলীগের সদস্য সচিব এবং এলাকার মানুষের সুখ-দুঃখে সব সময় পার্শে রয়েছেন। তিনি তার মরহুম বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।