নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে এনপিএল ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের উদ্ভোধন করা হয়েছে।
বৈরাগী স্পোর্টিং ক্লাবের উদ্দোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গাজীউর রহমান রানা ও ফজল সরদারের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ কিতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন – রাকিবুল হোসেন সান্টু,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লাল মিয়া সরদার, ইপিবিএলের ম্যানেজার নাছিম আহমেদ ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, ইঞ্জিনিয়ার সুবেল আহমেদ, ৩ নং ওয়ার্ড মেম্বার আছকির মিয়া, মোঃ তমিজ আলী, সাংবাদিক এস এইচ টিটু, আরিফ হোসেন খোকন, আব্দুল করিম,হাজী মিন্টু, রিপন আহমেদ, আনোয়ার আলী সহ আরো অনেকেই।
উক্ত টুর্নামেন্টে ৭টি দল অংশ গ্রহন করে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং প্রধান অতিথি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ব্যাট হাতে ক্রিজে ব্যাটিং করে টুর্নামেন্টের আয়োজনের শুভ সুচনা করেন।