হামিদুর রহমান, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রাম থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সুত্রে খবর হরিণখোলা বিওপির নায়েক সুবেদার মিরাজ হোসেনের নেতৃত্বে একদল জোয়ান উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের ভিতর দিয়ে মাদক পাচারকালে পাচারকারীদের ধাওয়া দিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় অসি ব্লু ৩৭৫এমএল মদ উদ্ধার করেছেন।
বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায় । উদ্ধারকৃত মদের মূল্য নিধারর্ণ করা হয়েছে ৩০ হাজার টাকা ।