হামিদুর রহমান,(হবিগঞ্জ) মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুরে মাদক সম্রাট কাউছার মিয়াকে মাদক সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সদস্যরা।ভ্রামমান আদালতে ৬ মাসের কারাদন্ড।
বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর সীমান্ত ফাড়িঁর নায়েক সুবেদার মেছবাহুর রহমান ও মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার ওয়ারেছ বিশ্বাসের যৌথ নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে হাদিস মিয়ার পুত্র মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার পলাতক আসামী কাউছার মিয়া (৩০) কে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১০ বোতল অসি ব্লু মদসহ আটক করেছেন।
পরে সকাল ৮টার দিকে আটককৃত মাদক সম্রাট কাউছার কে ভ্রামমান আদালতের বিচারকের মুখোমুখি করা হলে ভ্রামমান আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৯০ এর ২২ এর (খ)ধারা অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট কাউছারের বিরুদ্ধে মাধবপুর থানায় একাদিক মাদক মামলা রয়েছে।আটককৃত মাদকসম্রাট কাউছার কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।